আনুমানিক ১২০বিঘা / ৪০ একর জমির উপর প্রতিষ্ঠানটি স্থাপিত যা পাকা প্রাচীর দ্বারা পরিবেষ্ঠিত ।
পর্যটন কেন্দ্রের বর্ণনা/বিনোদন সুবিধাদি :
১। আবাসন সুবিধা : আধুনিক সরঞ্জাম সজ্জিত Guest House আছে একাধিক । সেখানে আপাতত: ১৬টি AC/Non AC রুম আছে । আরও একাধিক রুম নির্মাণাধীন আছে ।
২। রেষ্টুরেন্ট ও মিটিং/কনফারেন্স এর ভবন : গার্ডেটের অভ্যন্তরে মনোরম ৩ তলা ভবন তৈরী করা হয়েছে যার নীচ তলায় Restaurant ও ১ম ও ২য় তলায় আনুমানিক ২৪০ জনের মিটিং/সম্মেলন অনুষ্ঠানের ব্যবস্থা আছে ।
৩। Guest House এ অবস্থানরত অতিথিদের জন্য Dining Hall আছে যেখানে সুন্দর ও পরিচ্ছন্ন ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠানের নিজস্বWaiter দ্বারা সুস্বাদু বিভিন্ন খাদ্য খাবার পরিবেশন করা হয় অত্যন্ত ন্যায্য মূল্যে। আমাদের নিজস্ব কিচেনে নিজেদের বাবুর্চিবৃন্দ বাংলাদেশী/ চাইনিজ খাদ্য সামগ্রী রান্না করে থাকে । বাহিরের সম্মানিত পার্টির খাদ্য সরবরাহের অর্ডারও নেওয়া ও আমাদের ডাইনিং হলে পরিবেশন করা হয়।
৪। শীত মৌসুমে গার্ডেনের অভ্যন্তরে পিকনিকের সুব্যবস্থা রাখা হয়েছে যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসু লোকজন আসে এবং আনন্দের সাথে পিকনিক বা বনভোজন করে থাকে । পিকনিকের জন্য সর্বমোট ১০৫টি স্পট রাখা হয়েছে । পিকনিকের জন্য আগত নারী পুরুষের Fresh Up/Changing জন্য পৃথক রুম নির্মানাধীন আছে ।
৫। এখানে শিশুদের চিত্ত বিনোদনের জন্য পৃথক পার্ক আছে । বিস্তৃত লেকের মধ্যে প্যাডেল বোট এ চড়ে নৌ ভ্রমণের চমকপ্রদ আয়োজন আছে । শিশু পার্কটি বিভিন্ন খেলনা সামগ্রী দ্বারা সজ্জিত । এছাড়াও পৃথক Spot এ শিশুদের জন্য খেলনা গাড়ির ব্যবস্থা আছে যা তাদের জন্য অত্যন্ত মজার এবং উপভোগ্য বিষয় ।
৬। এর অভ্যন্তরে বৃহদাকারের পুকুর/লেক আছে ৮টি, এর ১টি Natural Swimming Pool হিসেবে প্রস্তু করা হয়েছে । যেখানে কক্ষের অতিথিরা স্বাচ্ছন্দে সঁাতার কেটে সময়টাকে উপভোগ করতে পারেন । এই সব জলাশয়ে প্রচুর ম....স্য চাষ করা হয় । এছাড়াও মাছ কর্তৃকFeeder খাওয়ার চমকপ্রদ ও দর্শনীয় একটা বিষয় আছে যা ভ্রমণ পিপাসু ব্যক্তিরা আগ্রহের সাথে উপভোগ করে থাকেন ।
৭। সুইমিং পুল ধরণের ২টা Fish Aquarium আছে । যাতে রং বেরং এর মাছ শোভা পাচ্ছে ।
৮। অত্র পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির পশু পাখির সমন্বয়ে ১টি Mini Zoo আছে।
৯। বাগানে সুস্বাদু আমের গাছ আছে মোট ৬২৫টি, নারিকেল গাছ আছে ৭২০টি, মেহগনী গাছ আছে মোট ৭২৮টি। এছাড়াও লিচু, আপেল, কমলা, পামট্রি ও কুল গাছ রোপন করা হয়েছে ।
১০। মোজাফফর গার্ডেন ও রিসোর্টটি বিভিন্ন প্রজাতির ফুল ও গাছ দিয়ে সুন্দর ও মনরমভাবে সুসজ্জিত ।
১১। দর্শনার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক বাথরুম, সুপেয় পানীয় জল ও সুন্দর টাইলস দিয়ে বসার জন্য পাকা বেঞ্চ তৈরী করা আছে ।
১২। বাগানের বিভিন্ন স্থান বিভিন্ন পশু পাখির ভাষ্কর্য ও আধুনিক বৈদ্যুতিক বাতি দ্বারা সুসজ্জিত ।
১৩। ধর্মপ্রাণ মুসলিম নর-নারীদের নামাজ আদায়ের সুবিধার্থে ২টি সুন্দর পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করা হয়েছে।
১৪। বেড়াতে আসা লোকজনের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা কর্মী সদা কর্মরত আছে । বিশেষ করে প্রয়োজনে পুলিশের সহযোগিতা গ্রহণ করা হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS