পাটকেলঘাটা ব্রিজ থেকে একদম বরাবর ২-৩ কিলোমিটার পরেই পার্কটি অবস্থিত।ভ্যান/রিক্সা ভাড়া সর্বোচ্চ ২০-৩০ টাকা।
কপোতাক্ষ নীলিমা ইকোপার্ক টি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত একটি অন্যতম সুন্দর দর্শনীয় স্থান। এই পার্কের জন্য বরাদ্দকৃত জমির পরিমান ৭.০০ একর।এই ইকোপার্কটি প্রতিষ্ঠিত হয়েছে ০১-০৯-২০১৭ তারিখে। কপোতাক্ষ নীলিমা পার্কটি দর্শক নন্দিত করার জন্য পার্ক সংলগ্ন কপোতাক্ষ নদের তীর ঘেষে প্রায় ১৪.০০ কি:মি: বাধেঁ রোপন করা হয় তাল বীজ যাহা ইতিমধ্যে বড় হয়ে পার্ক এ পার্শবর্তী এলকার সৌন্দর্য বর্ধনের পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে ভুমিকা রেখে চলেছে। রোপন করা হয়েছে আম,জামসহ বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা। বনবিভাগের সহায়তায় রোপন করা হয়েছে ৪,৫০০টি নারকেল চারা। পার্কে আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য গোলাপ,ডারিয়া রঙ্গন,কৃষ্ণচুড়া,রজনীগন্ধাসহ বিভিন্ন সিজনাল ফুল এবং বিভিন্নপ্রজাতির জবা,টগরসহ বিভিন্ন বরোমাসী ফুলের চারা রোপন করা হয়েছে। ইতিমধ্যে ফুলবতী হয়ে পার্কের সৌন্দর্যকে বহুগুনেমোহনীয় করে তুলেছে। পার্ক সংলগ্ন কপোতাক্ষ নদের তীরে রোপন করা হয়েছে সুন্দরী, কেওড়া, বাইন, গোলপাতাসহ বিভিন্ন ম্যানগ্রোভ বৃক্ষ। দর্শনার্থীদের বিনোদনকে আকর্ষনীয় করে তুলতে স্থাপন করা হয়েছে ফাইবারের তৈরি বাঘ, হরিণ, হাতি, সিংহ,জেব্রা, জিরাফ, কুমির,বিভিন্ন পাখি ইত্যাদি। শিশুদের বিনোদনের জন্য প্রতিস্থাপন করা হয়েছে দোলনা,চরকী। কপোতাক্ষের পানিতে ভ্রমনের জন্য ক্রয় কর হয়েছে দুইটি ভ্রমন তরী। তৈরি করা হযেছে একটি গেট,২৩টি বসার বেঞ্চ। রাত্রিকালে পার্কটি আলোকিত রাখার জন্য স্থাপন করা হয়েছে ১২টি সোলার স্ট্রীট লাইট। রোপিত ফুল ফলের চারা ও অন্যান্য সরঞ্জামের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে প্রয়োজনীয় বাশেঁর বেড়া। আগত দর্শনার্থীদের সুবিধার জন্য পার্কের দুই পাশে কপোতাক্ষ নদে নির্মান করা হয়েছে দুইটি পাকা ঘাট/সিড়িঁ।
এই ইকোপার্কটি সাতক্ষীরা জেলার অন্যতম আকর্ষণীয়, মনোমুগ্ধকর স্থান হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। শিশুসহ সকল বয়সী মানুষ এই পার্কে এসে আনন্দ উপভোগ করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS