Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তেঁতুলিয়া জামে মসজিদ
স্থান
উপজেলা মধ্যে বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে । বিশেষকরে এ‌ উপজেলার তেঁতুলিয়া গ্রামটি নানা কারণে খ্যাত
কিভাবে যাওয়া যায়
শহর থেকে আনুমানিক দুরত্ব ২৫ কিলোমিটার। রাস্তার নাম তালা -পাইকগাছা সড়ক। স্পটে পৌছানোর ব্যয় ৩৫ টাকা। ভ্রমণের জন্য পাওয়া যায় বাস, বেবী টেক্সি রিকসা, ভ্যান।
বিস্তারিত

উপজেলা মধ্যে বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে । বিশেষকরে এ‌ উপজেলার তেঁতুলিয়া গ্রামটি নানা কারণে খ্যাত । এ গ্রামেই ছিল জমিদার রালামতুল্লাহ খানের বসতবাড়ি । যার ধ্বংসাবিশেষ এখনও আছে । তেঁতুলিয়া গ্রামটি উপজেলা সদরের ৩ কিলোমিটার উত্তরে । এই গ্রামে ১০০ গজের মধ্যে ‘তেঁতুলিয়া শাহী মসজিদ’ ও ‘তেঁতুলিয়া জামে মসজিদ’ নামে দুটো ঐতিহাসিক মসজিদ আছে ।এরমধ্যে ‘তেঁতুলিয়া জামে মসজিদ’টি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কারের ফলে অনেকটা ভালো অবস্থায় টিকে আছে । ১২৭০ বঙ্গাব্দে জমিদার সালামতুল্লাহ খান এ মসজিদটি নির্মাণ করেছিলেন কলকাতার ‘সিন্দুরে পট্টি’ মসজিদের আদলে । ছয় গম্বজের এই মসজিদের মিনার সংখ্যা ২০টি । সুউচ্চ এ মিনারগুলো বহুদুর থেকে নজরে পড়ে।