বিশ্বের সর্ববৃহত ম্যানগ্রোভ বন সুন্দরবন এর গা ছুঁয়ে অবস্থিত দেশরে দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরা। ১৯৮৪ সালে সাতক্ষীরা জেলা হওয়ার পর জেলা সদরে অফিসারদের জন্য কোন ক্রীড়া সংস্কৃতিচর্চা এবং বিনোদনের কোন সংগঠন ছিল না। ১৯৮৫ সালে তদানিন্তন জেলা প্রশাসক জনাব মো: আমিনুর রহমান প্রচেষ্টায় অফিসারদের জন্য ক্লাব গঠনের উদ্যোগ গৃহীত হলে ১৯৮৭ সালে তা বাস্তবে রূপ নেয়। পর ঐতিহাসিক আমল বর্তমানের জেলা অফিসার্স ক্লাব সাতক্ষীরা।
জেলায় অফিসারদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় , সহমর্মিতা সৃষ্টি ও সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের পাশাপাশি সুস্থ্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চাসহ বিনোদনের এবং সদস্যদের সার্বিক কল্যাণের লক্ষে এ ক্লাব প্রতিষ্ঠিত। বর্তমানে ক্লাবের ৭৮ জন সদস্য এ লক্ষ্যকে সামনে রেখেই একত্রে কাজ করে চলেছেন।
বর্তমানে সাতক্ষীরার অতি প্রাচীন পুরাতন জেলখানা (এসপি অফিসের পার্শ্বে) বলে খ্যাত ভবনে ক্লাবটি অবস্থিত। বিভিন্ন পর্যায়ের সদস্যদের সহযোগিতায় ক্লাবটিতে টাইলসের কাজ সম্পন্নের পর ক্লাবটির অনেক সৌন্দর্য বৃদ্ধি ঘটেছে। সাতক্ষীরার বিভিন্ন প্রতিষ্ঠানের সভা- সমিতি করার জন্য তাদের চাহিদা ও পূরণ করে চলেছে ক্লাবটি। ক্লাবটি প্রতি বছর নিয়মিতভাবে বাংলা নববর্ষ উদযাপন, বিভিন্ন ঋতু উৎসব পালন , দিবস উদযাপনের পাশাপাশি সদস্য, সদস্যদের পরিবার ও ছেলেমেয়েদের নিয়ে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন এবং বিনোদনের জন্য ক্লাব নাইটের আয়োজন করে চলেছে। বর্তমানে বলা যায় ক্লাবটি জেলা সদরের অফিসারদের মধ্যে মেলবন্ধন সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস