উপজেলা সদরের আট কিলোমিটার পশ্চিমে সোনাবাড়িয়া গ্রামে অপুর্ব শিল্প সৌন্দর্য অঙ্গে ধারণ করে একটি তিনতলার মন্দির আজো টিকে আছে । এর নাম ‘শ্যামসুন্দর মন্দির’ । মন্দিরের গায়ে যে ইটের ফলক আছে তা থেকে জানা যায়, এটি নির্মিত হয়েছিল ১৭৬৭ সালে । আর এটির নির্মাতা হরিরাম দাস । প্রাচীন এ মন্দিরটি ‘সোনাবাড়িয়া মঠ’ নামেও পরিচিত । এটি প্রাচীন ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য স্মারক । তিন তলার এ মন্দিরের উচ্চতা ৬ফুট । মন্দিরের মাপ ৩৩ফুট-৩৩ফুট । প্রতিদিন বহু দর্শনার্থী ও তীর্থযাত্রী ভ্রমণে আসেন এখানে ।
শহর থেকে আনুমানিক দুরত্ব ৪৫ কিলোমিটার।
রাস্তার নাম ।সাতক্ষীরা-যশোর সড়ক, কলারোয়া-সোনাবাড়ীয়া সড়ক
স্পটে পৌছানোর ব্যয় ।৬০ টাকা
ভ্রমণের জন্য পাওয়া যায় বাস, বেবী টেক্সি রিকসা, ভ্যান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস