Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার্কিট হাউস

              ১৭৯৩ সালে বোর্ড অব রেভিনিও বিলুপ্ত হয় এবং ৪ টি কোর্ট অব সার্কিট কালেক্টরেটের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল শুনানীর জন্য স্থাপিত হয়। ১৮২৯ সালে কোর্ট অব সার্কিট পরিবর্তিত হয় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং ১৮৩১ সাল পর্যন্ত তিনি তাতে সিভিল  ক্রিমিনাল এবং রেভিনিও আপীল শুনানী করেন।১৭৯৩ সাল থেকে বিভাগীয় কমিশনার রেভিনিউ সংক্রান্ত কাজ দেখাশুনা করার জন্য জেলায় যে ভবনে অবস্থান করতেন সেটি সার্কিট হাউজ নামে অভিহিত। সার্কিট হাউজ বর্তমানে জেলা সফরে আগত রাষ্ট্রীয় অতিথি, ভিভিআইপি ও ভিআইপি কর্মকর্তাগণের সফরকালীন অবস্থানের সময় আবাসন হিসেবে ব্যবহৃত হয়। সার্কিট হাউজ ব্যবস্থাপনার দায়িত্ব জেলা প্রশাসকের উপর ন্যাস্ত। প্রটোকল নাজির সার্কিট হাউজের কেয়ারটেকার হিসেবে কাজ করেন।

 যে সকল  ব্যক্তিবর্গকে সার্কিট হাউজের কক্ষ বরাদ্দ দেওয়া হয় :

            সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তাকে Warrant of Precedence এর ভিত্তিতে কক্ষ বরাদ্দ দেওয়া হয়। এছাড়া মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/জাতীয় সংসদের চীপ হুইফ/সংসদ সদস্যবৃন্দ অর্থাৎজেলার সকল ভিআইপি অতিথি সার্কিট হাউজে অবস্থান করেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণকে তাদের ব্যক্তিগত ভ্রমণে সার্কিট হাউজের কক্ষ বরাদ্দের বিধান আছে।

            সাতক্ষীরা সার্কিট হাউজ ০৬/০৭/১৯৯০ খ্রিঃ মোতাবেক ০২/০৩/১৩৯৭ বঙ্গাব্দ তারিখে উদ্বোধন করা হয় । মাননীয় মহিলা বিষয়ক মন্ত্রী সৈয়দা রাজিয়া ফয়েজ এটি উদ্বোধন করেন ।

            ২০১২-২০১৩ অর্থ বছরে দ্বিতল সার্কিট হাউজ ভবনটি তৃতীয় তলায় সম্প্রসারণ করা হয়েছে। সম্প্রসারিত অংশে কপোতাক্ষ, ইছামতি, মালঞ্চ ও বেতনা নামীয় ৪টি শিতাতপ নিয়ন্ত্রিত শয়ন কক্ষসহ ১টি ডাইনিং রুম নির্মাণ করা হয়েছে। উক্ত ৪টি শয়ন কক্ষে ৬টি শয্যা রয়েছে।

নেজারত ডেপুটি কালেক্টর সার্কিট হাউজ দেখাশুনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

নাম‌     

 বাপ্পী দত্ত রনি

পদবী

নেজারত ডেপুটি কালেক্টর

মোবাইল নম্বর

০১৭৩৩-০৭৩৬০৪

টেলিফোন নম্বর (অফিস)

০৪৭১-৬৩২৪৩

টেলিফোন নম্বর (বাসা)

০৪৭১-৬৩২৪৫

সার্কিট হাউজ

০৪৭১-৬৩২১০০

 রুমের নাম ও ধরণ :

ক্র: নং

রুমের নাম

ধরণ

মন্তব্য

০১

কপোতাক্ষ

এসি

তৃতীয় তলায়

০২

ইছামতি

এসি

তৃতীয় তলায়

০৩

মালঞ্চ

এসি

তৃতীয় তলায়

০৪

বেতনা

এসি

তৃতীয় তলায়

০৫

শাপলা

এসি

দ্বিতীয় তলায়

০৬

শিমুল

এসি

দ্বিতীয় তলায়

০৭

বকুল

এসি

দ্বিতীয় তলায়

০৮

জুঁই

এসি

দ্বিতীয় তলায়

০৯

চামেলী

এসি

দ্বিতীয় তলায়

১০

চাঁপা

নন এসি

দ্বিতীয় তলায়

 

ডাইনিং ব্যবস্থা :

ক্র: নং

ডাইনিং ব্যবস্থা

ধরণ

আসন ব্যবস্থা

০১

তৃতীয় তলায়

এসি

০৮টি

০২

দ্বিতীয় তলায়

এসি

১০টি

০৩

প্রথম তলায়

নন এসি

৫০টি

অন্যান্য সুবিধা :

(১) সভা কক্ষ ০১টি ১০০ আসন বিশিষ্ট

যোগাযোগ:

সাতক্ষীরা সার্কিট হাউজ যশোর সাতক্ষীরা প্রধান সড়কের পাশে রসুলপুর নামক স্থানে অবস্থিত । সড়ক পথই যোগাযোগের একমাত্র উপায় । এখানে দুটি টেলিফোন আছে এর একটি ভিআইপি কক্ষে অন্যটি অভ্যর্থনা কক্ষে । অভ্যর্থনা কক্ষের টেলিফোন নম্বরঃ ০৪৭১-৬২১০০।

 

সার্কিট হাউজের কক্ষের ভাড়ার তালিকা:

 

ক্র: নং

যাদের জন্য প্রযোজ্য

অবস্থানকাল

দৈনিক ভাড়ার হার (দুপুর ১২.০০ টা হতে পরদিন ১১.৫৯ পর্যন্ত

১ শয্যা বিশিষ্ট কক্ষ (নন এসি)

১ শয্যা বিশিষ্ট কক্ষ (এসি)

২ শয্যা বিশিষ্ট কক্ষ (এসি)

২ শয্যা বিশিষ্ট কক্ষ (নন এসি)

১.

সরকারি কর্মকর্তা/অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

১-৩ দিন পর্যন্ত

৫০.০০

৭০.০০

৯০.০০

১৩০.০০

৪-৭ দিন পর্যন্ত

৭০.০০

৯০.০০

১৩০.০০

১৮০.০০

৭ দিনের উর্ধ্বে

২০০.০০

৩০০.০০

৪০০.০০

৫০০.০০

২.

সংবিধিবদ্ধ সংস্থা/সেক্টর কর্পোরেশন/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা

১-৩ দিন পর্যন্ত

৬০.০০

৯০.০০

১১০.০০

১৬০.০০

৪-৭ দিন পর্যন্ত

৯০.০০

১৩০.০০

১৬০.০০

২৪০.০০

৭ দিনের উর্ধ্বে

২৫০.০০

৩৫০.০০

৪৪০.০০

৬৪০.০০

৩.

বেসরকারি ব্যক্তিবর্গ/কর্মকর্তা

থাকার সময় নির্বিশেষে

৫০০.০০

৭০০.০০

১০০০.০০

১৪০০.০০