Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কপোতাক্ষ ইকো ট্যুরিজম বোটানিক্যাল পার্ক,সাতক্ষীরা
কিভাবে যাওয়া যায়

তালা থেকে ভ্যান বা রিক্সাযোগে পার্কে যাওয়া যায়।রিক্সাভাড়া ২০ টাকা।

বিস্তারিত

 কপোতাক্ষ ইকোট্যুরিসম সেন্টারটি সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত।এই পার্কের জন্য বরাদ্দকৃত জমির পরিমান  প্রায় ০৩.০০ একর।ইকোপার্কটি  প্রতিষ্ঠিত হয়েছে ২০২০ সালের জানুয়ারী মাসের ১ তারিখে। পার্কটি আগত দর্শনাথীদের বিনোদন আকাঙ্খা পূরণ করতে সম্ভব হবে কারন এখানে মনোরম প্রাকৃতিক দৃশ্যসহ পর্যটনের যাবতীয় সুবিধা বিদ্যমান। পার্কটির জায়গায় বেশ কিছু অবৈধ দোকান গড়ে উঠেছে। তবে দোকানগুলো উপজেলা প্রশাসনের দখলে  আছে। দোকান বরাদ্দ না দিয়ে পুরো জায়গা পার্কের মধ্যে অন্তর্ভূক্ত করতে পারলে পার্কের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে।