Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গুনাকরকাটি মাজার
স্থান
আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামে অবস্থিত হজরত ‌শাহ আজিজ (র:) এর রওজা শরিফ
কিভাবে যাওয়া যায়
প্রয়োজনীয় তথ্য শহর থেকে আনুমানিক দুরত্ব ৩৫ কিলোমিটার। রাস্তার নাম সাতক্ষীরা-আশাশুনি-দরগাহপুর সড়ক। স্পটে পৌছানোর ব্যয় ৪০ টাকা। ভ্রমণের জন্য পাওয়া যায় বাস, বেবী টেক্সি রিকসা, ভ্যান
বিস্তারিত

আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামে অবস্থিত হজরত ‌শাহ আজিজ (র:) এর রওজা শরিফ । ১২৭৯ বঙ্গাব্দে মৃত্যুবরণকারী এই ব্যক্তি পিরে কামেল হিসেবে পরিচিত ভক্তদের কাছে । পৃথিবীর বহুদেশে ছড়ানো ছিটানো তাঁর সাগরেদের সংখ্যা কয়েক লক্ষ্য । শাহ আজিজ (র:) এর মাজারটি এক গম্বুজের ও অত্যন্ত পরিপাটি করে সাজানো , মাজারের মেঝের শ্বেতপাথরের কাজ ও এর নির্মান শৈলী সহজে তৃপ্ত করে দর্শক পর্যটকদেরকে । মাজারের পূর্ব অংশের বিশাল এলাকা জুড়ে আছে পির বংশের আওলাদদের কবর । প্রতিবছর ফাল্গুন মাসের ৩ ও ৪ তারিখ এখানে অনুষ্ঠিত হয় ওরস শরিফ ।