পাটকেলঘাটা থেকে তালার দুরত্ব ২৯ কিলোমিটার।তালা থেকে ভ্যান বা রিক্সাযোগে পার্কে যাওয়া যায়।
এই ইকোপার্কটি সাতক্ষীরা জেলার অন্তর্গত তালা উপজ়েলার গোপালপুরে অবস্থিত।এই ইকোপার্কের মোট বরাদ্দকৃত জমির পরিম্নান ৭.১৩ একর।ইকোপার্কটি প্রতিষ্ঠিত হয়েছ্বে ০১-০৬-২০১৮ তারিখে। ইকোপার্কের অন্যতম বৈশিষ্ট খোলামেলা উন্মুক্ত পরিবেশ। বসার জন্য বেশ কয়েকটি বেঞ্চ আছে। ছোটখাটো পিকনিকের জন্য উপযুক্ত পরিবেশ।পার্কটি আগত দর্শনাথীদের বিনোদন আকাঙ্খা পূরণ করে চলেছে।পার্কটিকে পূর্ণাঙ্গ পার্কে রুপান্তরিত করার জন্য উন্নয়ন প্রস্তবনা জেলা প্রশাসক,সাতক্ষীরা বরাবর পত্র যোগাযোগ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস