আঞ্জুমান মুফিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা শাখাটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০০ সাল থেকে অবকাঠামো নির্মাণ ও সমাজসেবা মূলক কাজ শুরু হয়। বর্তমানে সাতক্ষীরা কেন্দ্রীয় ইদগাহের সন্নিকটে (উত্তর পার্শ্বে) নিজস্ব ৫ (পাঁচ) শতক জমির উপর একটি ত্রি-তলা ভবনে কার্যক্রম চলছে।
সেবা সমূহ
১. গরীব ও বেওয়ারিশ লাশের কাপনের কাপড় সরবরাহ ও কাফনের সহায়তা প্রদান।
২. দরিদ্র বিমোচন ও আত্মকর্মসংস্থানে মহিলাদের ৪ (চার) মাস মেয়াদী সেলাই প্রশিক্ষন ও সেলাই মেশিন বিতরণ করা।
৩. শিশুদের বিনা খরচে পবিত্র কোরআন শিক্ষা প্রদান।
৪. হিম ঘর/মার্চয়ারি প্রকল্পাধীন ২ (দুই)টি লাশ লাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কার্যক্রম (প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের মূল্য সগ্রহ হলেই)অতি শিঘ্রই বাস্তবায়ন করা যাবে।
সাতক্ষীরা শাখার কার্যনির্বাহী কমিটি
সভাপতি : জনাব মোঃ নাজমুল আহসান, জেলা প্রশাসক,সাতক্ষীরা।
সহ সভাপতি : আলহাজ্ব এম.এ জলিল
সহ সভাপতি : আলহাজ্ব মোঃ দ্বীন আলী
সহ সভাপতি : জিয়াউদ্দীন আহমেদ
সাধারন সম্পাদক : অধ্যক্ষ(অব:) খায়রুল ইসলাম
সহ সম্পাদক : মোঃ নজরুল ইসলাম
কোষাধ্যক্ষ : আলহাজ্ব মোঃ আহম্মাদ আলী
সদস্য : আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা
সদস্য : মোঃ আব্দুল খালেক
সদস্য : শেখ শফিক উদ দৌল্লা সাগর
সদস্য : মুফতি আক্তারুজ্জামান
সদস্য : আলহাজ্ব শেখ মুসসিন আলী
সদস্য : আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম
সদস্য : আলহাজ্ব মেহের আলী
সদস্য : আলহাজ্ব মোঃ ইদ্রীস আলী
সদস্য : শেখ ওবায়দুল্লাহ
সদস্য : আলহাজ্ব মাও: আব্দুর রশীদ
সদস্য : আ.ফ.ম আব্দুল মুজির
সদস্য : অধ্যাপক মোঃ রফি উদ্দীন
সদস্য : মোঃ নওশের আলী
সদস্য : এম এম মজনু
যোগাযোগ
কেন্দ্রীয় ইদগাহের উত্তর পার্শ্বে, মুনজিতপুর,সাতক্ষীরা
মোবাইল : 01739651861
ই-মেইল : arahmansat@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস