সাতক্ষীরা জেলা ৮৮°৪০' হতে ৮৯°৫০' পূর্ব দ্রাঘিমাংশ এবং ২২°৪৭' হতে ২৩°৪৭' উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। অল্পকথায় গংগা ও ব্রক্ষ্মপুত্রের মধ্য ভাগে ব-আকৃতির জায়গাকে উত্তর-দক্ষিণ বরাবর সমান তিনভাগে ভাগ করলে মধ্য ভাগের পশ্চিম-উত্তর ও দক্ষিণপূর্ব অংশ ছাড়া অবশিষ্ট অংশ যশোর। তৎকালে জেলার দৈর্ঘ্য ছিল ২৪৪ কিলোমিটার বা ১৪০ মাইল এবং প্রস্থ ৭৬.৮ কিলোমিটার বা ৪৮ মাইল। যার মধ্যে ৪৪৬১.৬ বর্গ কিলোমিটার বা ১৭৬০ বর্গমাইল সুন্দরবন অংশ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস