২০৪১ সালের মধ্যে সাতক্ষীরাকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু একটি উন্নত, সম্বৃদ্ধ ও স্মার্ট জেলা রূপে গড়ে তোলা যেখানে প্রতিটি শিক্ষায়তন হবে স্মার্ট শিক্ষার্থীদের পদচারণা-মুখর স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান; যেখান থেকে উঠে আসবে জীবনমুখী সৃজনশীল শিক্ষায় শিক্ষিত, সতত পরিবর্তনশীল তথ্য-প্রযুক্তির গতিময়তার সাথে অভিযোজিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংঙস্ (Internet of Things) ও অন্যান্য আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সিদ্ধ স্মার্ট নাগরিকগণ। স্মার্ট নাগরিকবৃন্দ সাতক্ষীরা জেলার পরিচায়ক পণ্যসহ (আম, চিংড়ি, মধু প্রভৃতি) জেলার সকল শক্তি, সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে গড়ে তুলবে পেপারলেস, ক্যাশলেস ও প্রেজেন্সলেস সরকারি-বেসরকারি পরিষেবা ব্যবস্থাসহ একটি স্মার্ট ইকোনমি যার মাধ্যমে গড়ে উঠবে একটি স্মার্ট সমাজ ব্যবস্থা যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ জেলার সকল অধিবাসী সর্বপ্রকারের সুযোগ ও পরিষেবার সমান অংশীদার হবেন। সর্বোপরি সাতক্ষীরা জেলা হবে স্মার্ট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ইউনিট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস