Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

খবর

প্রতিবন্ধী তৌহিদুল ইসলামকে মানবিক জেলা প্রশাসক, সাতক্ষীরা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন।

প্রতিবন্ধী তৌহিদুল ইসলামকে জেলা প্রশাসক, সাতক্ষীরা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন। তৌহিদুলের পিতা জহুরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পলাশপুর বউ বাজারের বাসিন্দা এবং পেশায় এক জন রং মিস্ত্রি। শারীরিক প্রতিবন্ধী সন্তানকে নিয়ে করোনা পরবর্তী সময়ে অতি কষ্টে জীবন-জীবিকা নির্বাহ করছিলেন জহুরুল ইসলাম। বর্তমানে তার নিয়মিত রোজগারের উপায় না থাকায় তার প্রতিবন্ধী ছেলেকে হুইল চেয়ার কিনে দিতে পারছিলেন না। তাই নিরুপায় হয়ে জেলা প্রশাসকের গণশুনানিতে উপস্থিত হয়ে তার প্রতিবন্ধী ছেলের জন্য একটি হুইল চেয়ারের আবেদন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর। তার আবেদনে সাড়া দিয়ে তার ছেলের জন্য একটি নতুন হুইল চেয়ার উপহার দিয়েছেন মানবিক জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। হুইল চেয়ার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হয়ে জেলা প্রশাসন, সাতক্ষীরার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তৌহিদুল ইসলামের পিতা জহুরুল ইসলাম। আজ দুপুর ২ টায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির তৌহিদুল ইসলাম ও তার পিতার নিকট হুইল চেয়ারটি হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শেখ মঈনুল ইসলাম মঈন, এনডিসি বাপ্পী দত্ত রনি, জুডিশিয়াল মুন্সিখানার সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর সহ আরও অনেকে।

ছবি


ফাইল


প্রকাশনের তারিখ

২০২৩-০৩-০১

আর্কাইভ তারিখ

২০২৩-০৩-৩০