Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডিসি ইকোপার্ক সাতক্ষীরা
স্থান

কিভাবে যাওয়া যায়

সাতক্ষীরা জেলায় অবস্থিত খুলনা রোড থেকে সোজাসুজি ৫-৬ কিঃ মিঃ দুরত্বে সাতক্ষীরা মেডিকেল কলেজের পাশে বাকাল অবস্থিত।বাকাল মোড় থেকে বামদিকে মোড় নিয়ে ৫০০-৬০০ মিটার সামনে সাতক্ষীরা ডিসি ইকোপার্ক অবস্থিত।খুলনা রোড থেকে ভ্যান/রিক্সা ভাড়া ২০-৩০ টাকা।

বিস্তারিত

 ডিসি ইকোপার্ক সাতক্ষীরা সদরে্র বাকালে অবস্থিত একটি মনমুগ্ধকর দর্শনীয় স্থান।এটি সর্বমোট ৫.৮০ একর জমির উপরে অবস্থিত।ডিসি ইকোপার্ক প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারী,২০১৮ সালে।এই ইকোপার্কের প্রধান আকর্ষনসমুহের মধ্যে উল্লেখযোগ্য হুলো :

  •  শিশুদের জন্য আলাদা শিশু কর্ণার.
  • পার্কের লেকে নৌকা ভ্রমনের সুযোগ।
  • চিংড়ী চত্ত্বর।
  • সাঁতার  কাটার জন্য প্লাটফর্ম  (RCC) ।

এছাড়া নির্ণেয়মান সুবিধাসমুহ হলোঃ শিশুদের খেলার মাঠ(শিশুপার্ক), বিশ্রামাগার, টয়লেট ইত্যাদি।এছাড়া পরিকল্পনাধীন উদ্যোগের মধ্যে অন্যতম হলোঃ:   শিশুদের জন্য আলাদা কর্ণার, ভাসমান রেস্তোরা। আধুনিক বিশ্রামাগার,ওয়াকওয়ে, মাঠ ভরাট  কাজ, রেস্টুরেন্ট।সঠিক পর্যবেক্ষন সাপেক্ষে এই স্থানটিকে অতি শীঘ্রই সাতক্ষীরার অন্যতম দর্শনীয় স্থানে পরিবর্তন করা সম্ভব।